tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৪ এএম

পশ্চিমারা রাশিয়াকে ভেঙে ফেলার পরিকল্পনা করেছে : পুতিন


3

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়েছে ন্যাটো সদস্য দেশগুলো উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা রাশিয়াকে ভেঙে ফেলার পরিকল্পনা করেছে।


রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রচারিত রসিয়া-১ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

পুতিন বলেন, ‘তারা ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে। এটা সত্যিই অংশগ্রহণ। এর মানে হল, তারা কিয়েভ সরকারের অপরাধে পরোক্ষভাবে অংশ নিচ্ছে।’

তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর ‘একক লক্ষ্য ছিল-সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং এর প্রধান অংশ-রাশিয়ান ফেডারেশনকে ভেঙে ফেলা।’

রাশিয়াকে ভেঙে ফেলতে পারলেই পশ্চিমারা রুশদের গ্রহণ করবে উল্লেখ করে পুতিন বলেন, ‘তাহলেই হয়তো তারা আমাদেরকে তথাকথিত সভ্য মানুষের পরিবারে গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র আলাদাভাবে, প্রতিটি অংশ আলাদাভাবে।’

সাক্ষাৎকারে, পুতিন একটি বহুমুখী বিশ্বের জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন, এটি ঘটবে সে ব্যাপারে তার ‘কোনও সন্দেহ নেই।’

প্রসঙ্গত, গত বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।

গত ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাল্টে যেতে শুরু করে জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতির চেহারা।

নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া থেকে জ্বালানি, ভোজ্য তেল, গ্যাস ও কয়লাসহ খাদ্যশস্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিভিন্ন দেশে দেখা দিয়েছে মূল্যস্ফীতি।

এন