tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৩ জানুয়ারী ২০২৩, ১৬:২৬ পিএম

শোয়েব মালিকের ঝড়ে রংপুরের বড় সংগ্রহ


shoaib-malik-20230123151809

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে বিপদে পড়ে রংপুর রাইডার্স। তবে সাময়িক চাপ সামলে নেন নাইম শেখ। এরপর ব্যাট হাতে রীতিমত ঝড় তোলেন শোয়েব মালিক এবং আজমতউল্লাহ ওমরজাই। ৪২ করে ওমরজাই ফিরলেও শেষ পর্যন্ত ৪৫ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন পাকিস্তানি খেলোয়াড় মালিক। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করে ১৭৯ রান।


সোমবার বিপিএলের ম্যাচে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে মেহেদী হাসানকে হারিয়ে চাপে পড়ে রংপুর রাইডার্স দল। এরপর দলীয় ২৬ রানে পারভেজ ইমনকেও হারায় সোহানের দল। তবে মালিককে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন নাইম শেখ। তবে ব্যক্তিগত ৩৪ রানে থাকা অবস্থায় ফিরে যান রংপুরের এই ওপেনার। 

এরপর ওমরজাই এবং মালিকের ১০৫ রানের জুটিতেই মূলত ভিত পায় রংপুর। ওমরজাই অর্ধ-শতক না পেলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৭৫ রান সংগ্রহ করেন মালিক। এদিন শেষ দিকে অবশ্য মোহাম্মদ নাওয়াজ ৯ এবং শামীম পাটোয়ারী করেন ৭ রান।

চট্টগ্রামের হয়ে মেহেদী হাসান রানা ৩ উইকেট এবং শুভাগত হোম সংগ্রহ করেন ২ উইকেট।

এমআই