জাতীয়
প্রকাশনার সময়: ১৭ অক্টোবর ২০২৩, ১২:১৩ পিএম
প্রায় সারাদেশ বৃষ্টিহীন
Share on:
প্রায় সারাদেশেই দেখা নেই বৃষ্টির। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেয়ার পর থেকেই এই অবস্থা। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে শুধু নওগাঁর বদলগাছীতে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
প্রতিষ্ঠানটি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়, শুক্রবার থেকে পরবর্তী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এনএইচ