tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৯ জানুয়ারী ২০২২, ২১:০৫ পিএম

সরকারি কম্বল বিতরণ করলেন ডা. মুরাদ


ডা. মুরাদ.jpg

সম্প্রতি বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনার দীর্ঘদিন পর লোকসম্মুখে এসেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।


সম্প্রতি বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনার দীর্ঘদিন পর লোকসম্মুখে এসেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

তবে এবার সমালোচনামূলক কর্মকাণ্ড নয়, শীতের মৌসুম উপলক্ষে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন এই এমপি।

আজ শনিবার ( ২৯ জানুয়ারি) জামালপুর সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা কলেজ মাঠে অসহায় মানুষের মাঝে ৭শ’ কম্বল বিতরণ করেন ডা. মুরাদ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। প্রধান অতিথি ছিলেন ডা. মুরাদ হাসান এমপি।

দেড় মাস পর সরকারি কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, পোগলদিঘা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কম্বল বিতরণের জন্য শনিবার দুপুরে ঢাকা থেকে সরিষাবাড়ীতে আসেন ডা. মুরাদ।

উল্লেখ্য, সম্প্রতি এক নারীকে হুমকি দেওয়ার অডিও ফাঁস হওয়ার পর সরকারের নির্দেশে পদত্যাগ করেন ডা. মুরাদ।

পদত্যাগের পর দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও তার কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় তার অনুসারীরা এলাকা ছেড়ে গা-ঢাকা দেন।

এরপর ডা. মুরাদকে জামালপুর জেলাসহ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ এবং নিজ এলাকা আওনা ইউনিয়নের দলীয় সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।

তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ।

এইচএন