মিশরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ভবন ধসের শঙ্কা
Share on:
উত্তরপূর্ব আমেরিকার দেশ মিশরের ইসমাইলিয়া শহরের একটি পুলিশ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
সোমবার (২ অক্টোবর) ভোরে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের নিরাপত্তা অধিদফতরটি থেকে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা উঠেছে। আশঙ্কা করা হচ্ছে ভবনটির মূল সম্মুখভাগটি ধসে পড়েছে।
#BREAKING #Egypt A massive fire in the Egyptian Ismailia Security Directorate. pic.twitter.com/zDCsZNkmkv
— The National Independent (@NationalIndNews) October 2, 2023
দুইজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পাঠানো হয়েছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে তারা হিমশিম খাচ্ছেন। ইতোমধ্যেই কয়েকজনকে বের করে আনতে দেখা গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো স্পষ্ট নয়।
স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই আগুনে ভবনের কিছু অংশ ধসে পড়েছে। এতে প্রাণহানির আশঙ্কাও রয়েছে। তথ্যসূত্র: রয়টার্স, আল-জাজিরা।
এনএইচ