tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৩ জুন ২০২৩, ২০:০৩ পিএম

ইউক্রেন যুদ্ধে ৪৭৭ শিশুর মৃত্যু


4

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪৭৭ জন শিশু নিহত হয়েছে। এরমধ্যে গত এক বছরে রুশ হামলায় ইউক্রেনের ১৩৬ জন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে এক বছরে ইউক্রেনের হামলায় রাশিয়ার ৮০ জন শিশু নিহত হয়েছে।


শুক্রবার (২৩ জুন) জাতিসংঘের এ প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ।

প্রতিবেদনে বলা হয়, সামগ্রিকভাবে যুদ্ধে এখন পর্যন্ত ৪৭৭টি শিশু নিহত হয়েছে। আহতের সংখ্যা এর কয়েক গুণ। আহত শিশুদের অনেকেই এখনো হাসপাতালে ভর্তি। তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

ফলে মৃত শিশুর সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ভয়াবহ এই তথ্য নিয়ে ইতোমধ্যেই মানবাধিকার সংস্থাগুলো সরব হয়েছে। কেন এত শিশুর মৃত্যু হবে, এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। কিন্তু ইউক্রেন এবং রাশিয়া কোনো পক্ষই এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের মিসাইল রাশিয়া অধিকৃত খেরসন এবং ক্রাইমিয়ার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে বলে জানা গেছে।

রাশিয়া নিয়োজিত দুই অঞ্চলের প্রশাসনই এই খবরের সত্যতা স্বীকার করেছে। বস্তুত খেরসনের রাশিয়া নিযুক্ত গভর্নর জানিয়েছেন, সেতুটি বন্ধ করে রাখা হয়েছে। গাড়ির চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা সেতুটি মেরামতের কাজ শুরু করেছেন।

এন