tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৯ অগাস্ট ২০২৪, ১৯:০০ পিএম

পশ্চিম তীরে ইসরাইলি অভিযান নিয়ে যা বলল জাতিসংঘ ও ইইউ


image-844462-1724933771

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।


এ অভিযান ইতোমধ্যেই ‘বিস্ফোরণে উন্মুখ পরিস্থিতিকে’ আরও উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে পশ্চিম তীরে অভিযানের মধ্য দিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন ইউরোপিয় ইউনিয়নের মানবিক সহায়তা বিষয়ক কমিশনার জনেজ লেনারসিক।

দখলকৃত পশ্চিম তীরের পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে বলে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে মন্তব্য করেছেন লেনারসিক।

পশ্চিম তীরে বুধবার রাত থেকে কথিত ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ শুরু করে ইসরাইল। ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে পশ্চিম তীরে এদিন সবচেয়ে বড় আগ্রাসন চালায় ইসরাইলের বর্বর বাহিনী।

এজন্য জেনিন, তুলকারেম এবং তুবাসে শত শত সেনা মোতায়েন করা হয়। 

ইসরাইলি এ আগ্রাসনে শিশুসহ অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হন।

গুতেরেস এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, জেনিনসহ কয়েকটি শহরে এখনও অভিযান চলছে।

জেনিনের টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা বন্ধ বলে জানিয়েছে ফিলিস্তিনি টেলিযোগাযোগ সংস্থা জাওয়াল।

সূত্র: আল-জাজিরা ও বিবিসি

এসএম