রুশ নাগরিকদের যুদ্ধবিরোধী বিক্ষোভ
Share on:
চেক রিপাবলিকের রাজধানী প্রাগে যুদ্ধবিরোধী বিক্ষোভ করেছেন দেশটিতে বসবাসরত রুশ নাগরিকরা।
এ বিক্ষোভে শনিবার যুদ্ধবিরোধী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড-ফেস্টুনও বহন করেন অংশগ্রহণকারীরা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবির ওপর ‘খুনি’লেখা প্ল্যাকার্ড নিয়ে ‘যুদ্ধ চাই না’ স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। বিক্ষোভে প্রায় তিন হাজার মানুষ অংশ নিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
বিক্ষোভকারীরা মধ্য প্রাগের ‘পিস স্কয়ার’ থেকে মিছিল শুরু করেন। কিছুসংখ্যক বিক্ষোভকারী প্রাগে অবস্থিত রুশ দূতাবাসের সিঁড়িতে প্রতীকী রক্ত বোঝাতে লাল রঙ ছিটিয়ে দেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। প্রতিবেশী দেশটিকে ‘নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্ত করতে’ এই ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর দাবি করেছে মস্কো। তবে বিনা উসকানিতে হামলার ক্ষেত্র তৈরি করতেই এ ভিত্তিহীন অজুহাত দেওয়া হচ্ছে বলে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা অভিযোগ করেছে।
উল্লেখ্য, চেক রিপাবলিকে ৪৫ হাজার রুশের বসবাস, যা সাবেক কমিউনিস্ট-শাসিত দেশটিতে চতুর্থ বৃহৎ সম্প্রদায়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর আগে চেক রিপাবলিকে দুই লাখ ইউক্রেনীয়র বসবাস ছিল। হামলার পর নতুন করে তিন লাখ ইউক্রেনীয় দেশটিতে পালিয়ে এসেছে বলে ধারণা করছে চেক সরকার।
এমআই