tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৯ জানুয়ারী ২০২৪, ২১:৩২ পিএম

কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনিকে ফেরতের দাবি জানিয়েছি : পররাষ্ট্রমন্ত্রী


image_61690_1706534330

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কানাডার হাইকমিশনারকে জানানো হয়েছে।


বাংলাদেশের অনুরোধ কানাডা সরকারকে পৌঁছে দেবে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার।

সোমবার (২৯ জানুয়ারি) ডেনমার্ক ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। আর মানবাধিকার একটি বিশ্বজনীন ইস্যু। এটি নিয়ে প্রতিটি রাষ্ট্রই কাজ করছে।

তি‌নি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করেছে ডেনমার্ক হাইক‌মিশনার। তিনি বলেছেন, অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বজায় থাকবে।

এ সময় ড. ইউনূসের বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে সরকার মামলা করেছে- বিষয়টি সঠিক নয়। ইউনূসের বিরুদ্ধে বিক্ষুব্ধ শ্রমিকরা মামলা করেছে। শ্রম অধিদপ্তর শুধু তাদের অনুমতি দিয়েছে।

এমএইচ