tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৩ এএম

সারাবিশ্বে করোনায় আরও ৫ হাজার মৃত্যু


করোনা

করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ২৭৮ জন মারা গেছেন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২৮৫ জনে।


আন্তর্জাতিক ডেস্ক: করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ২৭৮ জন মারা গেছেন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২৮৫ জনে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

এদিকে ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৬৯৯ জন ও মারা গেছেন ৭৪৫ জন। এ পর্যন্ত এক কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৪১৯ জন শনাক্ত ও মৃত্যু হয়েছে তিন লাখ ৪৫ হাজার ৫০০ জনের।

রাশিয়ার পর একদিনে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে মেক্সিকো। দেশটিতে ২৪ ঘণ্টায় ৪৭০ জন মারা গেছেন। এরপর ব্রাজিলে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৪২৪ জন মারা গেছেন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪০ হাজার ৬২৫ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮২ লাখ ৮ হাজার ২১২ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৩৬২ ও সুস্থ হয়েছেন ২ কোটি ৫০ লাখ ৪৮ হাজার ৭২ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫৬ জন ও মৃত্যু হয়েছে ২৮২ জনের। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৮৭ হাজার ৬১৭ জন শনাক্ত ও ৯ লাখ ৫৯ হাজার ৪১২ জন মারা গেছেন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ১৬ লাখ ৭৩ হাজার ৯৫৫ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

এইচএন