tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৪ জানুয়ারী ২০২২, ০৯:০৯ এএম

কিউইদের উদ্বোধনী জুটি ভাঙলেন তাসকিন


তাসকিন.jpg

বাংলাদেশের বিরুদ্ধে ১৩০ রান পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে দিয়েছেন তাসকিন আহমেদ। ইনিংসের নবম ওভারে দলীয় ২৯ রানে অধিনায়ক টম ল্যাথামকে শিকারে পরিণত করেন তিনি।


বাংলাদেশের বিরুদ্ধে ১৩০ রান পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে দিয়েছেন তাসকিন আহমেদ। ইনিংসের নবম ওভারে দলীয় ২৯ রানে অধিনায়ক টম ল্যাথামকে শিকারে পরিণত করেন তিনি। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান। ক্রিজে রয়েছেন রস টেইলর (৪) ও উইল ইয়াং (৩৩)। কিউইরা পিছিয়ে আছে ৯৭ রানে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেইলএন্ডারদের চরম ব্যর্থতায় সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ৬ উইকেটে ৪৪৫ রান করা টাইগাররা ৪৫৮ রানেই অলআউট হয়। এর ফলে স্বাগতিকদের বিরুদ্ধে ১৩০ রানের লিড পেয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ। 

মাত্র ১৩ রানে শেষ ৪ উইকেট হারানোর কারণে বড় লিডের সুযোগ হারালো টাইগাররা। 

এর আগে ৬ উইকেটে ৪০১ তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ যোগ হয়েছে মাত্র ৫৭ রান। প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নিয়েছে বাংলাদেশ। 

দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মুমিনুল হক। তিনি করেন ৮৮ রান। তার ইনিংসটি ছিল ১২ চারে সাজানো। লিটন দাস করেন ৮৬ রান। তার ইনিংসটি ছিল ১০ চারে সাজানো।

এছাড়াও মাহমুদুল হাসান জয় ৭টি চারের সমাহারে করে ৭৮ রান। এছাড়াও নাজমুল হোসেন শান্ত ৭টি চার ও একটি দৃষ্টিনন্দন ছক্কার সমাহারে ৭৮ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। 

নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ৮৫ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন।

এইচএন