tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৮ পিএম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ সন্ত্রাসী নিহত


pa3-20240202192019

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে অন্তত ২৪ সন্ত্রাসী নিহত হয়েছেন।


শুক্রবার (২ ফেব্রুয়ারি) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ২৯ ও ৩০ জানুয়ারি রাতে বেলুচিস্তানের মাচ ও কোলপুর কমপ্লেক্সে হামলা চালায় সন্ত্রাসীরা। তারপর সেখানে অভিযান শুরু করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, নিহত সন্ত্রাসীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া চলছে।

এই অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন বেসামরিক নাগরিক।

এর আগে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাজুর জেলায় রেহান জেব খান নামের এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়। মূলত আগামী ৮ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে।

এমএইচ