৪ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পাকিস্তান
Share on:
মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করা বাংলাদেশ দল ৭ উইকেটে ৭ উইকেটে ১২৭ রান তোলে শেষ করে ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বেশ বিপাকে পড়েছে সফরকারী পাকিস্তান।
বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে আজ।
মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করা বাংলাদেশ দল ৭ উইকেটে ৭ উইকেটে ১২৭ রান তোলে শেষ করে ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে বেশ বিপাকে পড়েছে সফরকারীরা।
পাওয়ার প্লে শেষ না হবার আগেই হারাতে হয়েছে ৩ উইকেট। তৃতীয় ওভারের চতুর্থ বলে ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে মাত্র ১১ রানে বোল্ড করে ফেরান মোস্তাফিজুর রহমান।
চতুর্থ ওভারে বাবর আজমকে বোল্ড করেন তাসকিন আহমেদ। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মার বাবর করেছেন ১০ বলে মাত্র ৮ রান।
পঞ্চম ওভারের শেষ বলে ০ (৩) রানে ফিরেছেন হায়দার আলী। শেখ মেহেদীর বলে এলবিডব্লু হয়ে ফিরতে হয়েছে সাজঘরে।
চতুর্থ ওভারে বাবর আজমকে বোল্ড করেন তাসকিন আহমেদ। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মার বাবর করেছেন ১০ বলে মাত্র ৮ রান। পঞ্চম ওভারের শেষ বলে ০ (৩) রানে ফিরেছেন হায়দার আলী।
শেখ মেহেদীর বলে এলবিডব্লু হয়ে ফিরতে হয়েছে সাজঘরে। ষষ্ঠ ওভারের শেষ বলে নুরুল হাসানের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে সাজঘরের পথ ধরতে হয়েছে শোয়েব মালিককে (০)।
পাওয়ার প্লেতে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে মাত্র ২৪ রান। তাসকিন, মোস্তাফিজ ও শেখ মেহেদী নিয়েছেন ১টি করে উইকেট।
এইচএন