সীমান্তে বিএসএফের গুলি, ২ বাংলাদেশি নিহত
Share on:
বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
আজ বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডোনা সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে ২টি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পুলিশ ও বিজিবিকে বিষয়টি অবহিত করেন স্থানীয়রা। তাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গুলিতে আরও ২ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, স্থানীয়রা নো-ম্যানস ল্যান্ডে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও বিজিবিকে জানিয়েছেন। আমার ফোর্স ঘটনাস্থলে যাচ্ছে।
ওসি জানান নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন আরিফ উদ্দিন (২২) ও আসকর উদ্দিন (২৮)। তারা ডোনা সীমান্তের পার্শ্ববর্তী এলাগুল এলাকার বাসিন্দা।
তাজুল ইসলাম বলেন, এলাগুল দরিদ্র প্রধান এলাকা। এখানকার কিছু লোক প্রায়ই সুপারিসহ বিভিন্ন পণ্য চোরাইপথে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। নিহতরাও একইভাবে ভারতে গিয়েছিল কি না, তা এখনও নিশ্চিত হতে পারিনি।
নিহতদের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি জানিয়ে ওসি বলেন, যেহেতু মরদেহগুলো নো-ম্যানস ল্যান্ডে রয়েছে।
বিএসফের সঙ্গে আলোচনা করে বিজিবি মরদেহ উদ্ধারের উদ্যোগ নেবে।
উল্লেখ্য, সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকাটি ১৯ বিজিবির আওতায়, তবে এ বিষয়ে জানতে চাইলে বার বার ফোন দিলেও ১৯ বিজিবির সিও ফোন রিসিভ করেননি।
এইচএন