tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৩ এএম

শেষ মুহূর্তে পাঁচবিবির আওলাই ভোট স্থগিত


joypurhut-2022.jpg

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৭ম ধাপে অনুষ্ঠিতব্য জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউপি ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।


জেলা প্রতিনিধি: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৭ম ধাপে অনুষ্ঠিতব্য জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউপি ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আজ ৭ ফেব্রুয়ারি (সোমবার) সকালে পাঁচবিবি উপজেলার নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে এ সংবাদ জানানো হয়।

জানা যায়, রিট পিটিশন ১২৪১/২০২২ এর ১ ফেব্রুয়ারি তারিখে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, নির্বাচন স্থগিতের চিঠি আমাদের কাছে এসেছে। আওলাই ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে আরেক ইউনিয়ন কুসুম্বাতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন বলেন, ৬ ফেব্রুয়ারি (রোববার) বিকেলে প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনী উপকরণ বুঝে নিয়ে গেছেন। এরই মধ্যে আওলাই ইউনিয়নে নির্বাচন স্থগিতের কথা জানতে পেরেছি। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন্দ্রেই রয়েছেন।

এইচএন