tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৬ পিএম

ভারতের নদীতে বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষ


০

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হাবড়ার হুগলি নদীতে দুটি পণ্যবাহী বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।


শনিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হাবড়ার হুগলি নদী হয়ে এমভি রাফসান হাবিব-৩ বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিক থেকে আসা একটি খালি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার সময় জাহাজটিতে ফ্লাই অ্যাশ ভর্তি থাকার কারণে অল্প ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শী গৌরাঙ্গ মিস্ত্রি জানান, কাকদ্বীপের দিকে যাচ্ছিল একটি জাহাজ, অপরদিক থেকে আসা আরেকটি জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে একটি পানিতে তলিয়ে যায়। জাহাজের মধ্যে আট থেকে দশজন বাংলাদেশি ছিলেন। তাদের কোনো ক্ষতি হয়নি।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, ‘সকাল ৫টার সময় একটি খালি জাহাজের সঙ্গে বাংলাদেশি পণ্যবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। জাহাজটিতে যেসব লোক ছিল তাদের আমরা উদ্ধার করেছি।’

জানা গেছে, জাহাজে থাকা কর্মীদের উদ্ধার করা হয়েছে এবং তারা সবাই ভালো আছেন।

এমআই