কৃষকদের চায়ের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে:বাণিজ্যমন্ত্রী
Share on:
কৃষকদের চায়ের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে । কৃষকরা যাতে কারও হাতের পুতুল না হয়। এ জন্য চা বোর্ডের চেয়ারম্যান, পঞ্চগড় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। যখনই ফ্যাক্টরিগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, তখনই চাষিরা কাঁচা চা-পাতার ভালো দাম পায় ।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি। পরে প্রথম দিনে অনলাইনের নিলামে ১৬ জন বিডার অংশগ্রহণ করে চৌধুরী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান ৫৪৩ টাকা কেজি দরে ২০০ কেজি চা-পাতা ক্রয় করেন।
টিপু মুনশি বলেন, সিলেট অঞ্চলে দেশের মোট চা উৎপাদনের ৬৫ ভাগই উৎপাদিত হয়। সেখানে চায়ের অকশন মার্কেট করতে সময় লেগেছে প্রায় ১০০ বছর। আমরা উত্তরাঞ্চলের মানুষ সৌভাগ্যবান যে মাত্র ২০ বছরের মাথায় আজ পঞ্চগড়ে চায়ের অকশন সেন্টার উদ্বোধন করতে পারলাম।
এ সময় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, স্থানীয় সাংসদ মজাহারুল হক প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এবি