tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২৩, ১৯:০০ পিএম

ভারত মহাসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা


image_50700_1703332554

এবার ভারত মহাসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। ফিলিস্তিন ইসরায়েলে যুদ্ধ শুরুর পর লোহিত সাগরে জাহাজ হামলার পর এবার ভারত মহাসাগরেও হামলা হয়েছে।


শনিবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভারত মহাসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এ হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনের মাধ্যমে ভারত মহাসাগরের অংশ আরব সাগরে এ হামলা হয়েছে। এ সময় ভারতীয়সহ ২০ ক্রুকে উদ্ধার করা হয়েছে। এমভি চেম প্লুটো নামের জাহাজটি পোরবন্দর উপকূল থেকে ২১৭ নটিক্যাল মাইল গভীরে ছিল। ভারতীয় কোস্টগার্ডের একটি জাহাজ এ সময় সেটিকে অতিক্রম করছিল।

প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, কোস্টগার্ডের জাহাজ আইসিজিএস বিক্রম ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পেট্রোল চালাচ্ছিল। এ সময় জাহাজটি হামলার কবলে পড়ার সিগন্যাল পায় তারা। এরপর কোস্টগার্ড সকল জাহাজকে সতর্কবার্তা দিয়ে তাদের সহযোগিতার অনুরোধ জানায়।

এএনআই জানিয়েছে, জাহাজের আগুন নেভানো হয়েছে। তবে এর কারণে এটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার শিকার জাহাজটির সকলে নিরাপদ রয়েছেন।

এরও আগে গত মাস থেকে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা করে হুতিরা। দলটি জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা এ হামলা চালিয়ে আসছে। হুতিদের এমন হামলার কারণে বিভিন্ন জাহাজ কোম্পানি এ পথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। অন্যদিকে জাহাজ চলাচল সচল রাখতে এ পথে অ্যালায়েন্স গঠন করছে যুক্তরাষ্ট্র।

এমএইচ