tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৪ জানুয়ারী ২০২২, ১৩:৪১ পিএম

শ্রীলঙ্কার কাছে হেরে কমনওয়েলথের স্বপ্ন ভঙ্গ


BD-women.jpg

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের কাছে হেরে কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলার স্বপ্ন ভাঙল বাংলাদেশ নারী দলের।


শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের কাছে হেরে কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলার স্বপ্ন ভাঙল বাংলাদেশ নারী দলের।

স্কটল্যান্ড ও মালোয়েশিয়ার বিপক্ষে বাছাই পর্বে জয় দিয়ে মূল পর্বে খেলার আশা জাগালেও শ্রীলঙ্কার কাছে হেরেছে ২২ রানে।

মালোয়েশিয়ার কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার শারমিন সুলতানা বিদায় নেন ৬ রান করে কাঞ্চানার বলে ক্যাচ দিয়ে।

এরপর মুর্শিদা খাতুন ও ফারজানা হক মিলে ৫০ রানের জুটি গড়েন। দলীয় ৬৮ রানের মাথায় মুর্শিদা বিদায় নেন ৩৬ (৩৬) রান করে আতাপাত্তুর বলে এলবিডব্লু হয়ে। এরপর দলীয় ৯৩ রানের মাথায় নিগার সুলতানা বিদায় নেন ২০ রান করে।

ফারজানা হক দলীয় ১১১ রানের মাথায় ৩৩ রান করে বিদায় নিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। শেষ দিকে সুবহানা মোস্তারির ১১ রান ব্যবধান কমায় হারের। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১১৪ রানে থামে বাংলাদেশ।

শ্রীলঙ্কার পক্ষে ৩ উইকেট নেন চামারি আতাপাত্তু। ১ উইকেট নেন আমা কাঞ্চন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার চামারি আতাপাত্তু খেলেন সর্বোচ্চ ৪৮ (২৮) রানের ইনিংস।

এছাড়া ২৮ রান করেন নিলাকাশি ডি সিলভা, ২০ রান করেন আনুষ্কা সানজিয়াওয়ানি ও ১৯ রান আসে হার্শিতা মাধাবির ব্যাটে। সব মিলে ৬ উইকেটে ১৩৬ রান তোলে শ্রীলঙ্কা।

বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন নাহিদা আকতার। ১ উইকেট করে নেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ।

এইচএন