tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২২ জানুয়ারী ২০২২, ১৯:৪৬ পিএম

ভারতের বিরুদ্ধে জয় পেলো বাংলাদেশ


বাংলাদেশ.jpg

ফিজিক্যালি চ্যালেঞ্জড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৪৪ রানে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ।


ফিজিক্যালি চ্যালেঞ্জড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৪৪ রানে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ।

আজ শনিবার (২২ জানুয়ারি) কুমিল্লার লালমাইয়ে বাংলাদেশের দেওয়া ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় ভারতীয়রা।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের একাডেমি মাঠে সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ২৪ রান তুলেন গোরপিত সিং সনি ২৪। মশিন শেখ ৯, অভয়, ওমায়দুল্লাহ ২, ফারুক ১, আভতার ১৬, মহেশ ৯, বিক্রম ১০ ও বিজু ৭ রান করেন। ২ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক অভিজিৎ।

লাল-সবুজদের হয়ে ৪ ওভার ১ মেডেন ১৩ রানে ৩ উইকেট নেন শামীম। তিনটি উইকেট তুলেন ভবেন। মিঠু দুটি উইকেট আদায় করেন।

সকালে সাকিবের ২৪ ও ভবেনের ২০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। ভারতের বোলারদের মধ্যে পাঁচটি উইকেট আদায় করেন বিজু। আভতার নেন দুটি উইকেট।

সিরিজের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই উইকেটে জিতে নেয় ভারত।

আগামীকাল রোববার ( ২৩ জানুয়ারি) অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে প্রতিবন্ধকতাকে জয় করে মাঠের লড়াইয়ে নামা দুই দল।

এইচএন