রাজধানীতে অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি দিলো জামায়াত
Share on:
প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অস্বচ্ছল মেধাবী ৩০ জন ছাত্র-ছাত্রীকে ৩০০০/- করে শিক্ষাবৃত্তি ও বই প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল থানা পশ্চিম শাখা।
প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অস্বচ্ছল মেধাবী ৩০ জন ছাত্র-ছাত্রীকে ৩০০০/- করে শিক্ষাবৃত্তি ও বই প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল থানা পশ্চিম শাখা।
অত্র শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
আজ বুধবার ( ১ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর মুহাম্মদ আতাউর রহমান সরকারের সভাপতিত্বে রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
শিক্ষাবৃত্তি ও বই প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো.হেমায়েত হোসেন।
অত্র অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানা ত্রাণ-দূর্যোগ বিষয়ক সম্পাদক আবু তানজিল, শিক্ষা সম্পাদক আবু সাঈদ মন্ডল, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম।
সেখানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির নেতা আবু হুরায়রা তানভীর ও সাজ্জাদ হোসেন শিহাব, বৃত্তি প্রাপ্ত ছাত্র আবু হানজালা প্রমুখ। ( প্রেস বিজ্ঞপ্তি)
এইচএন