tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৭ জানুয়ারী ২০২৪, ১৫:০৪ পিএম

৪ ঘণ্টায় ভোট পড়েছে ২৬০, কেন্দ্রের বাইরে আড্ডায় ৫ শতাধিক নেতাকর্মী


election-1-20240107145025

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে চার ঘণ্টা পার হলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। নেই কোনো সিরিয়াল। থেমে থেমে কয়েকজন ভোটার আসছেন। নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন। তবে কেন্দ্রের সামনে ও বাইরে বহিরাগত বেশি। তারা মাঝেমধ্যে কেন্দ্রের ভেতরে ঢুকছেন, আবার বাইরে যাচ্ছেন। জটলা হয়ে এক জায়গা অবস্থান করছেন। দলের সিনিয়র কোনো নেতা আসলে প্রটোকল দিচ্ছেন।


রোববার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর কল্যাণপুরে এমন চিত্র চোখে পড়েছে। সেখানে বাংলাদেশ-কোরিয়া করিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তিনটি কেন্দ্র। অথচ সে অনুযায়ী ভোটার নেই ওই কেন্দ্রে।

ঢাকা-১৪ আসনের মধ্যে পড়েছে বাংলাদেশ-কোরিয়া করিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে নৌকা প্রতীকে নির্বাচন করছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এছাড়াও যুব মহিলা লীগের সাবিনা আক্তার তুহিন, আওয়ামী লীগের লুৎফর রহমান ও ফরিদুল হক খান হ্যাপি এখানে স্বতন্ত্র প্রার্থী।

এই আসনের এক নং কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হুমায়ুন কবির জানান, দুপুর ১২টা পর্যন্ত ৩৪০টি ভোট পড়েছে। এখানে মোট ভোটার ২ হাজার ৮২৭ জন।

সুরাইয়া বেগম নামের এক ভোটার জানান, তিনি এসে সহজেই ভোট দিতে পেরেছেন। কোনো ঝামেলা হয়নি। নেই কোনো সিরিয়ালও।

ওই কেন্দ্রে পাওয়া যায় লিফা বাতেনকে। জানা যায় তিনি এই কেন্দ্রে বহিরাগত। তবে বিষয়টি অস্বীকার করে লিফা বাতেন বলেন, ‘আমরা সবাই এখানকার ভোটার। আমি মহিলা আওয়ামী লীগ করি।’

কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ১১১ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ড. মো. আব্দুল মুকিম জানান, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৬০ জন। দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ২৬০টি।

অথচ ওই কেন্দ্রের বাইরে পাঁচ শতাধিক মানুষকে আড্ডা দিতে দেখা যায়।

এনএইচ