tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২৩, ১৮:৫৪ পিএম

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৫


৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন প্রায় ৩০ জন। ইতোমধ্যে নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস।


শনিবার (৪ মার্চ) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

তিনি জানান, নিহত পাঁচজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

পরে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হালিম ।

বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকা কেঁপে ওঠে বলে অনেকে জানিয়েছেন।

এমআই