tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২১, ১৯:৩৩ পিএম

পাকিস্তানে সড়ক দুর্ঘটনা, নিহত ২২


বাস দুর্ঘটনাjpg

পাকিস্তানের জম্মু কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ২২ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। বাসটি সুধনোতি জেলা থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল।


পাকিস্তানের জম্মু কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ২২ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। বাসটি সুধনোতি জেলা থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল।

আজ বুধবার (৩ নভেম্বর) পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

সংবাদমাধ্যমটি জানায়, ৪০ আসনের কোস্টারটি বালোচ থেকে যাত্রা শুরু করেছিল। ৭ কিলোমিটার যাওয়ার পরে এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

খাদে বাস.jpg

পরে বাসটি প্রথমে রাস্তার বাম দিকে পাহাড়ে আঘাত করে। তারপর হঠাৎ ডানদিকে ঘুরে যায় এবং রাস্তা থেকে ৫০০ মিটারেরও বেশি নিচে পড়ে যায়।

বাস.jpg

পুঞ্চের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রশিদ নাঈম খান বলেন, দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে।

আহতদের মধ্যে ৫ জনকে কোটলি জেলায় পাঠানো হয়েছে এবং ৩ জনকে বালুচে নেওয়া হয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১ জন বালোচ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এইচএন