tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২৪, ১৬:৫৮ পিএম

বিপিডিবির দখল হওয়া ৪৪৫ কোটি টাকার জমি উদ্ধার


bpdb-202404031448311-20241126165524

ঢাকার কেরানীগঞ্জের চর গোলগলিয়ার আওড়াহাটি গ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুকূলে অধিগ্রহণকৃত ৮৯.০২ একর জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়েছে। যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ৪৪৫ কোটি টাকা।


মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বার্তায় এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বার্তায় জানানো হয়, সম্প্রতি এ জমির একাংশে বিনা অনুমতিতে একজন স্থানীয় পরিবেশ বিরোধী দখলদার ব্যক্তি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিলেন। সম্প্রতি তাকে উচ্ছেদ করে জমির দখল নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ২০১১ সালে এই সম্পত্তি অধিগ্রহণ করা হয়।

এনএইচ