tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৭ এপ্রিল ২০২৩, ০৬:৩২ এএম

অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে গেলে বুলডোজারের সামনে বসব: মমতা


১

ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে বুলডোজারের সামনে বসে পড়বেন। সরকারি ভবন নবান্ন থেকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


অমর্ত্য সেনের বিরুদ্ধে তাদের ১৩ ডেসিমেল জমি বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এ নিয়ে দু’পক্ষে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। কয়েকদিন আগেই অমর্ত্য সেনকে চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে ওই জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

এই বিতর্কে প্রথম থেকেই অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত জানুয়ারি মাসে অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে তার হাতে জমির যাবতীয় কাগজপত্রও তুলে দিয়ে আসেন মুখ্যমন্ত্রী।

এর পরেও অবশ্য নিজেদের অবস্থানে অনড় থেকে জমির দাবি থেকে সরে আসেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

মুখ্যমন্ত্রী বলেন, এটা উত্তর প্রদেশ, গুজরাট নয়। এটা বাংলা। সংস্কৃতীর পীঠস্থান। আগুন নিয়ে খেলা উচিত নয়। যখন অমর্ত্য সেনের উপরে আক্রমণ করছে রোজ, তখন চুপ করে থাকে কেন? বলছে অমর্ত্য সেনের বাড়িতে নাকি বুলডোজার চালাবে। চালাক, আমি আগে সেখানে গিয়ে বসে থাকব।' সূত্র: নিউজ ১৮

এমআই