মার্কিন ইতিহাসের দ্বিতীয় মুসলিম বিচারক হচ্ছেন বাংলাদেশি নুসরাত
Share on:
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের প্রথম মুসলিম নারী বিচারক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশি-মার্কিনি নুসরাত জাহান চৌধুরী।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের প্রথম মুসলিম নারী বিচারক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশি-মার্কিনি নুসরাত জাহান চৌধুরী।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নুসরাতসহ ৮ জনের মনোনয়নের অনুমোদন করেছেন। সংবাদ মাধ্যম ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নুসরাত জাহান চৌধুরী বর্তমানে ইলিনয় অঙ্গরাজ্যের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে (এসিএলইউ) লিগ্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। তাকে নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের জন্য মনোনীত করা হয়েছে।
সাধারণ মানুষের অধিকারের পক্ষে কাজ করে থাকে শতবর্ষের পুরোনো আইনি প্রতিষ্ঠান হলো এই এসিএলইউ।
জানা যায়, নুসরাত জাহান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত হওয়ার পর তিনি মার্কিন ইতিহাসের দ্বিতীয় মুসলিম বিচারক হবেন।
এক বিবৃতিতে এসিএলইউ অব ইলিনয়’র নির্বাহী পরিচালক কলিন কনেল জানান, বাংলাদেশি মার্কিনি, প্রথম নারী মুসলিম এবং দ্বিতীয় মুসলিম হিসেবে নুসরাত চৌধুরীর মনোনয়ন ফেডারেল আদালতের জন্য একটি ঐতিহাসিক ঘটনা।’
বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে ৮৭০ জন বিচারক আছেন। এদের মধ্যে ৯ জন সুপ্রিম কোর্টে, ১৭৯ জন আপিল আদালতে এবং ৬৭৩ জন ডিস্ট্রিক্ট আদালতে নিযুক্ত।
এইচএন