এবার ৩০ জানুয়ারি নতুন কর্মসূচি দিলো আওয়ামী লীগও
Share on:
সারাদেশে ৩০ জানুয়ারি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৩০ জানুয়ারি শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ হবে সব মহানগর, জেলা ও উপজেলায়। সেদিন আপনারা লাল–সবুজ পতাকা হাতে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন কীভাবে হবে সেই কথা বলবেন।
আওয়ামী লীগের এ কর্মসূচি ঘোষণার আগে বিএনপি একই দিন, অর্থাৎ ৩০ জানুয়ারি কালো পতাকা মিছিলের ঘোষণা দেয়।
দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে মিছিল করবে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ৩০ জানুয়ারি দেশের মহানগর, জেলা, থানায় কালো পতাকা মিছিল করবে বিএনপি।
এমএইচ