আগামী আসরে দল বাড়ছে পিএসএলে!
Share on:
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যুক্ত হচ্ছে নতুন দুটি দল। শিয়ালকোট ও ফয়সালাবাদ আগামী আসরে যোগ দিচ্ছে দেশটির সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চিজি লিগে।
পিএসএলের দল পেশোয়ার জালমির মালিকানায় থাকা জাভেদ আফ্রিদি সম্প্রতি ফেসবুকে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির নাম জানিয়েছেন।
যদিও পিএসএলের আয়োজকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা যায়নি। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিএসএল) চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছিলেন, চাহিদার কারণে ভবিষ্যতে পিএসএলে দল বাড়াতে পারেন তারা।
যদিও পিএসএলে দল না বাড়ানোর জন্য অন্য ফ্র্যাঞ্চাইজিদের কথা দিয়েছিলেন পিসিবির আগের দুই চেয়ারম্যান এহসান মানি ও রমিজ রাজা। শুরুতে পিএসএল ছিল ৮ দলের একটি প্রজেক্ট। যদিও ৬ দলের এই টুর্নামেন্ট আয়োজন করেই জনপ্রিয়তা অর্জন করেছে পিসিবি।
এ প্রসঙ্গে শেঠি বলেছিলেন, ‘পিএসএলে দল বাড়ানোর জন্য অনেকেই চাপ দিচ্ছে। অনেকেই চায় পিএসএলে দলের সংখ্যা বাড়ুক। তবে দুর্ভাগ্যজনকভাবে এহসান মানি ও রমিজ রাজা ফ্র্যাঞ্চাইজিদের আশ্বাস দিয়েছিল, আগামী ২ বছরে দলের সংখ্যা ৬ থেকে বাড়বে না। আসলে পিএসএল ছিল ৮ দলের একটা প্রজেক্ট।'
এমআই