tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২২, ২০:৪০ পিএম

মিছিলে পুলিশের বাধা ও গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের নিন্দা


গ্রেফতার

দেশের সকল মহানগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিলে পুলিশের বাধা দান ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।


শনিবার এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে জনজীবন আজ বিপর্যস্ত। ক্ষমতাসীন দলের লোকদের দুর্নীতি ও বাজার সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য ভয়াবহ রূপ লাভ করেছে। সেইসাথে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থপাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া হয়েছে। সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিদ্যুতের অসহনীয় লোডশেডিং-এর ফলে শিল্প ও কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং মানুষ কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সরকারের দুর্নীতি, রাষ্ট্র পরিচালনায় সীমাহীন ব্যর্থতা ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ২২ অক্টোবর শনিবার দেশের সকল মহানগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করে। পুলিশ শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে এবং কোথাও কোথাও গ্রেফতার করে জনগণের গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ করেছে। ঢাকা মহানগরী দক্ষিণের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয় এবং বন্দুক উঁচু করে গুলি করার হুমকি দেয়। মিছিল শেষে সমাবেশ থেকে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘ময়মনসিংহ মহানগরী জামায়াত আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয় এবং পরে ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দকে গ্রেফতার করে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, মিছিল, মিটিং ও সভা-সমাবেশ করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। পুলিশ এ অধিকারে বাধা দিয়ে সংবিধান লঙ্ঘন করেছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, জুলুম-নিপীড়ন চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন ব্যাহত করা যাবে না। আমরা সকল ধরনের বাড়াবাড়ি বন্ধ করে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’প্রেস বিজ্ঞপ্তি

এমআই