tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৭ অগাস্ট ২০২২, ১৬:৫৫ পিএম

এশিয়া কাপে রোহিতের চেয়ে বেশি রান করবে বাবর


বাবর

আজ রাতে শুরু হচ্ছে ক্রিকেটের এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে লড়বে আয়োজক দেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। টুর্নামেন্টের দ্বিতীয় দিন রয়েছে বহুল আকাঙ্খিত ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের আগে নানান আলোচনায় মেতেছেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা।


ভারতের সাবেক তারকা ব্যাটার ওয়াসিম জাফরের মতে, এবারের এশিয়া কাপে ভারতের অধিনায়ক রোহিত শর্মার চেয়ে বেশি রান করবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ক্রিকইনফোতে ওয়াসিম বলেছেন, ‘আমার মনে হয়, রোহিত বেশি কার্যকরী রান করবে। তবে বাবর আজম বেশি রান করবে।’

এশিয়া কাপের এবারের আসরে খেলতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে এ টুর্নামেন্টে সর্বোচ্চ রান রয়েছে রোহিত শর্মা। তিনি এশিয়া কাপে এখন পর্যন্ত ২৬ ইনিংসে করেছেন ৮৮৩ রান। অন্যদিকে এশিয়া কাপের একটিমাত্র আসরে খেলা বাবর পাঁচ ম্যাচে এক ফিফটিতে করেছেন ১৫৬ রান।

তবে সাম্প্রতিক সময়ে অবশ্য দারুণ ফর্মে রয়েছেন বাবর। চলতি বছর সাদা বলের ক্রিকেটে ১০ ম্যাচ খেলেছেন পাকিস্তানের অধিনায়ক। এর মধ্যে নয় ম্যাচেই পেরিয়েছেন পঞ্চাশের ঘর, ছয় ফিফটির সঙ্গে করেছেন তিনটি সেঞ্চুরি। গতবছরের টি-টোয়েন্তি বিশ্বকাপেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাবর।

ওয়াসিম জাফর রানের ক্ষেত্রে রোহিতের চেয়ে বাবরকে এগিয়েও রাখলেও, অধিনায়কত্বের বিচারে আবার রোহিতকে এগিয়ে রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান। তার মতে, অভিজ্ঞতার আলোকে এশিয়া কাপের অধিনায়কত্বে বাবরের চেয়ে ভালো করবেন রোহিত।

ইউনিস বলেছেন, ‘আমরা সবাই জানি, নিজ নিজ দলের জন্য বড় রান করার ক্ষেত্রে রোহিত ও বাবর কতটা গুরুত্বপূর্ণ। দলে তাদের অবদান সবসময় বেশি। তবে অধিনায়কত্বের বিচারে রোহিত খানিক এগিয়ে থাকবে। কারণ সে জাতীয় দলে বাবরের চেয়ে বেশি খেলছে এবং অনেক ভালো অধিনায়কের অধীনেও খেলেছে।’

এমআই