পিএসসি পরীক্ষায় টিকার সনদ লাগবে
Share on:
টিকার সনদ ছাড়া পরীক্ষার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে পিএসসি। টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
টিকার সনদ ছাড়া পরীক্ষার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে পিএসসি। টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
আজ রোববার (২৩ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ন রাখার স্বার্থে পিএসসি বিজ্ঞাপিত যে কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হলো।
‘টিকা গ্রহণ করে এ সংক্রান্ত প্রমাণপত্র/সনদপত্র সংগ্রহ করে পরীক্ষার সময় রাখতে হবে। ’
পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
এইচএন