আন্তর্জাতিক
প্রকাশনার সময়: ০১ জুন ২০২৩, ২১:৩৫ পিএম
নামিবিয়ায় বিষাক্ত পোরিজ খেয়ে ১৩ জনের মৃত্যু
Share on:
দক্ষিণ আফ্রিকান দেশ নামিবিয়ায় বিষাক্ত পোরিজ খাওয়ার পর একই পরিবারের ১৩ জন সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কাভাঙ্গো পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে। সূত্র : ইউএনবি
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্র অনুযায়ী কর্তৃপক্ষের ধারণা বাড়িতে তৈরি অ্যালকোহলযুক্ত পানীয় মাদকযুক্ত পদার্থের সাথে মেশানো হলে এটি বিষাক্ত হয়ে ওঠে।
হাসপাতালে ভর্তি আরো চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে নামিবিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন।
নামিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এনবিসি জানিয়েছে, ঘরে তৈরি বিয়ারের সাথে পলল মিশ্রিত করার পর ‘দূষিত বা বিষাক্ত’ পোরিজ কমপক্ষে ২০ জন লোক খেয়েছিল।
এনবিসি আরও জানিয়েছে, বিষক্রিয়ায় আক্রান্তদের বয়স দুই থেকে ৩৩ বছর।
এন