tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম

জনগণ শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়


tajul-islam-20231229123151

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ উন্নয়নের প্রশ্নে আপোষহীন। তারা প্রধানমন্ত্রী হিসেবো শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সে অনুযায়ী আগামী ৭ জানুয়ারি নৌকার জয় হবে।


শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের গোবিন্দপুর ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে লড়বেন তিনি।

তাজুল ইসলাম বলেন, সারা দেশে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে আমিও সারা দেশে অসংখ্য উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছি। সব জায়গায় দেখেছি উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক, মানুষ এমনটি চায়। সাধারণ জনগণ স্বতস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে।

কুমিল্লা-৯ আসনে উন্নয়ন কার্যক্রম ও ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, উন্নয়নের জন্য সর্বত্রই আমরা বরাদ্দ দিয়েছি। বিভিন্ন কার্যক্রম এখনো চলমান রয়েছে। আমার এলাকায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে আগামী ৭ তারিখের নির্বাচনে শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করবে।

প্রচার-প্রচারণা চালানোর ক্ষেত্রে অন্য দলের কোনো প্রার্থী বাধাগ্রস্ত হচ্ছেন কি না, এমন প্রশ্নের উত্তর মন্ত্রী বলেন, সবাই স্বাভাবিকভাবেই নিজেদের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কেউ কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন না। বরং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্যান্য প্রার্থীদের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করছেন। এছাড়া সকলের সুন্দর অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, নির্বাচনে কুমিল্লা-৯ আসনে মোট ছয়জন দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. গোলাম মোস্তফা কামাল, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাজুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী মনিরুল আনোয়ার, কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী মো. জমির উদ্দিন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন।

এনএইচ