tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৬ পিএম

শস্য চুক্তি নিয়ে এরদোগানের আগ্রহকে স্বাগত জানালেন পুতিন


7

কৃষ্ণসাগর শস্য চুক্তিতে রাশিয়াকে ফিরিয়ে আনতে যেন উঠেপড়ে লেগেছেন এরদোগান। সোমবার সোচিতে একত্রিত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। চলছে আলোচনা।


এরদোগান বলেছেন, পুতিনের সঙ্গে বৈঠক শেষে শস্য চুক্তি নিয়ে খুব গুরুত্বপূর্ণ খবর দেওয়া হবে। বৈঠকের পরের সংবাদ সম্মেলন বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আফ্রিকার অনুন্নত দেশগুলোর জন্য।

বৈঠকের শুরুতে শস্য চুক্তি নিয়ে এরদোগানের আলোচনাকে স্বাগত জানান পুতিন। তিনি বলেন, তুরস্ক-রাশিয়া সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছাবে।

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা শস্য চুক্তি থেকে গত জুলাইয়ে বেরিয়ে আসে রাশিয়া। এরপর থেকে চুক্তি আর নবায়ন হয়নি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, শস্য চুক্তি ব্যর্থ হওয়া রাশিয়ার দোষ নয়। রাশিয়ার শর্ত পূরণ হলে মস্কো এতে ফিরে আসবে।

শস্য চুক্তিতে ফিরে আসার জন্য রাশিয়ার শর্তগুলো হলো— রাশিয়ার সার, কৃষি ও খাদ্যপণ্য রপ্তানির ওপর যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা যেসব নিষেধাজ্ঞা দিয়েছে, তা প্রত্যাহার করতে হবে। রাশিয়ার কৃষি উৎপাদনের সঙ্গে যেসব আর্থিক প্রতিষ্ঠান যুক্ত রয়েছে, সেসবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আন্তর্জাতিক অর্থ লেনদেন ব্যবস্থা সুইফটে রাশিয়াকে পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে এবং কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি থেকে উপার্জিত অর্থ ইউরোপের বিভিন্ন ব্যাংকে জমা আছে, সেসবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

এবি