tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ২১ নভেম্বর ২০২৪, ১৮:২৬ পিএম

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৫


cttgrm-pltknkyl-chtrdl-sksrth-sghrs

চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে দীর্ঘদিন বন্ধ থাকা দুটি আবাসিক হল খুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে।


শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৫ জন আহত হয়েছেন। তবে তৎক্ষাণাৎ তাদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে বায়েজিদ থানার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এই সংঘর্ষ শুরু হয়।

শিক্ষার্থীদের দাবি, প্রশাসন হোস্টেল খোলার জন্য রাজী হয়েছে। কিন্তু ছাত্রদল হোস্টেল না খোলার জন্য চাপ দেয় প্রশাসনকে। তারা জেলা প্রশাসনকে এ বিষয়টি জানালে পলিটেকনিক প্রশাসন তালিকা প্রকাশ করেনি। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তালিকা প্রকাশ করে গতকাল। সেটিকে কেন্দ্র করে ঝামেলা করছে ছাত্রদল।

আজ বৃহস্পতিবার বিকেলে বহিরাগত ছাত্রদলের কর্মীরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় তারা হোস্টেলের দরজা ভাঙচুর করে। শিক্ষার্থীদের মারধর করে। এসময় ৫ জন আহত হন।

পুলিশের ডিসি নর্থ ফসসাল আহমেদ বলেন, চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রবাসে উঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ চলছে। সেখানে আমাদের একটি দল আছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এনএইচ