লিসিচানস্ক শহর দখলে হামলা চালাচ্ছে রুশ সেনারা
Share on:
ইউক্রেনের লুহানেস্ক প্রদেশের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, লিসিচানস্কে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে রুশ সেনারা। শহরটির সর্বশেষ স্থান থেকে অবশিষ্ট ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিতে সবদিক দিয়ে হামলা চালাচ্ছে তারা।
সেভেরোদোনেৎস্কের মতো লিসিচানস্ক যেন রুশ সেনারা দখল না করতে পারে সেজন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানে শক্ত ঘাঁটি গেড়েছে ইউক্রেনীয় সেনারা। এমনকি সেভেরোদোনেৎস্কে থাকা সেনাদের লিসিচানস্কে নিয়ে আসা হয়।
কয়েকদিন আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় লিসিচানস্কের তেল শোধনাগার দখল করার দাবি জানায়। তবে শুক্রবার গভর্নর সেরহি হাইদাই বলেন, লিসিচানস্কের তেল শোধনাগার নিয়ে এখনো লড়াই হচ্ছে।
শনিবার গভর্নর সেরহি হাইদাই বলেন, শত্রুরা (রুশ সেনারা) তাদের কাছে যেসব অস্ত্র আছে তার সব দিয়ে চতুর্দিক থেকে হামলা চালাচ্ছে।
এদিকে লিসিচানস্কের দখল সম্পন্ন হলে দোনবাসের লুহানেস্কের পুরো নিয়ন্ত্রণ চলে আসবে রাশিয়ার হাতে।
তাদের দাবি উগ্র ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হাত থেকে লুহানেস্ককে স্বাধীন করা হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান
এমআই