আন্তর্জাতিক
প্রকাশনার সময়: ২৬ এপ্রিল ২০২৩, ২০:৪৮ পিএম
আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বাইডেন
Share on:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) এ ঘোষণা দেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট এদিন সকালের দিকে প্রকাশিত এক ভিডিওতে বলেন, তিনি আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসে থাকতে চান। লড়তে চান রিপাবলিকান চরমপন্থার বিরুদ্ধে।
এছাড়া জাতির চরিত্র পুনরুদ্ধারে তার ব্রত সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার জন্য তার আরো সময় প্রয়োজন বলেও জানান তিনি।
আগামী নির্বাচনে নিয়ে বাইডেনের এ ঘোষণার মাধ্যমে এটা অনেক পরিষ্কার হয়ে গেল যে ২০২০ সালের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। সূত্র : সিএনএন।
এন