tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৯ জুলাই ২০২৪, ১৫:৩৫ পিএম

প্রশ্নফাঁসের প্রমাণ পেলে রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল:পিএসসি চেয়ারম্যান


psc-man-20240709145243

তিনি বলেন, ‘১২ বছর ধরে প্রশ্নফাঁস হয়েছে, সেই অভিযোগ এখন প্রমাণ করা সম্ভব নয়। তবে গত ৫ জুলাই রেলওয়ের যে পরীক্ষা হয়েছে, তার প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হলেই সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা বাতিল করবো। এটা নিয়ে কোনো সন্দেহ-সংশয় নেই।’


মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পিএসসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রশ্নপত্র প্রণয়ন থেকে কেন্দ্রে পৌঁছানোর প্রক্রিয়াও তুলে ধরেন তিনি।

এক যুগ ধরে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। আগের পরীক্ষাগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে সোহরাব হোসাইন বলেন, ‘এটা কমিশন সভায় সিদ্ধান্ত হবে। এককভাবে আমি এটা নিয়ে বলতে পারি না। দেখুন, ১২ বছর মানে তিনজন চেয়ারম্যানের মেয়াদকাল।

সে সময়ের পরীক্ষায় কী হয়েছে, তা নিয়ে কমিশন সভা সিদ্ধান্ত নিতে পারে। তাছাড়া আগের পরীক্ষাগুলো বাতিল করাটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে কি না, সেটাও আইন-কানুনের বিষয় রয়েছে। হুট করে এটা নিয়ে বলাটা কঠিন।’

এসএম