রমযান মাসে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
Share on:
পবিত্র রমযান মাসে দুঃখী ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নিয়েছে বিসিবি।
রোববার (১৬ এপ্রিল) এক বিবৃতি দিয়ে এমনটি জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।
বিবৃতি জানানো হয়, আগামীকাল সোমবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট সেডিয়ামের একাডেমি মাঠ প্রাঙ্গনে অসহায়দের মধ্যে খাবার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করবে বিসিবি। এ সময় উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
অবশ্য এবারই প্রথম এমন কাজ করছে বিসিবি তা কিন্তু নয়। এর আগেও বিভিন্ন সময়েই দেখা গেছে বিসিবির এমন উদ্দ্যেগ। কয়েকদিন আগেও সাফজয়ী নারী ফুটবলারদের উপহার স্বরূপ ৫০ লাখ টাকার চেক বুঝিয়ে দিয়েছিল বিসিবি।
এছাড়াও প্রায় প্রতি রমজানেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করে বিসিবি। প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে সাহায্য করে থাকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এন