tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১০ অগাস্ট ২০২৪, ১৯:৫১ পিএম

দেশের ৫৩৮ থানায় ফের কার্যক্রম শুরু


Police_20240810_174930257

গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে দফায় দফায় দেশের বিভিন্ন থানায় হামলা করে উৎসুক জনতা।


গত সোমবার থেকে বন্ধ হয়ে যায় থানার কার্যক্রম। অবশেষে পাঁচ দিন পর দেশের ৫৩৮ থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বাকি থানাগুলোর কাজও শিগগির শুরু করার প্রক্রিয়া চলছে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতরের মিডিয়া সেল থেকে এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, শনিবার বিকেল ৩টা পর্যন্ত সারাদেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টির কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার রাতে জানানো হয়েছিল, দেশের ক্ষতিগ্রস্ত ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টি মিলে ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ঢাকা ৫৩টি থানার মধ্যে তারা ২৯টি থানার কার্যক্রম চালু হয়েছে। এসব থানায় কার্যক্রম চালাতে সেনাবাহিনী সহায়তা করছে। ঢাকায় ৪৪টি থানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এনএইচ