tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৬ জুন ২০২২, ১০:৫৯ এএম

চীনের বেইজিং করোনামুক্ত


Baijing, China-2022

দীর্ঘ দুই মাস পর করোনামুক্ত হয়েছে চীনের রাজধানী বেইজিং। শনিবার (২৫ জুন) শহরটিতে করোনা পরীক্ষায় নতুন করে কারও দেহে এ ভাইরাস পাওয়া যায়নি।


সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে আরব নিউজ এসব তথ্য জানিয়েছে।

বেইজিংয়ের শিক্ষা বিভাগ জানায়, সোমবার (২৭ জুন) থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলো খুলে দেওয়া হবে।

এ ছাড়াও বেইজিং মিউনিপ্যাল ব্যুরো অব স্পোর্টস বলেছে, স্কুল বাদেও যেসব খেলার মাঠ বা শরীরচর্চা কেন্দ্র রয়েছে সেগুলো চালু হবে। তবে শুধু যেখানে গত সাতদিনে কোন সংক্রমণ হয়নি সেখানেই এটি চালু হবে।

রাজধানী বেইজিং ও বাণিজ্যনগরী সাংহাইতে সম্প্রতি ব্যাপক কড়াকড়ি আরোপ করে চীন সরকার। মার্চ থেকে মে পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়্যান্টের আঘাত মোকাবিলায় এই দুটিসহ বেশকিছু শহরে কড়া বিধিনিষেধ জারি করা হয়।

তারপর গত ১ জুন সাংহাই শহরে দুই মাসের টানা লকডাউন তুলে নেওয়া হয়।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাংহাইয়ের শীর্ষ নেতা লি কিয়াং বলেন, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হয়েছে সাংহাই প্রসাশন। কোভিড মোকাবিলায় বেইজিংয়ের কড়াকড়ির নীতি একদমই সঠিক ছিল।’

এইচএন