tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৬ পিএম

দেড়ঘণ্টা পর চাকা ঘুরলো মেট্রোরেলের


metro-20240204171420

কারিগরি ত্রুটি সারিয়ে সচল মেট্রোরেল। প্রায় দেড় ঘণ্টা পর রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এসময়ে ভোগান্তিতে ছিলেন যাত্রীরা।


রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া।তিনি জানান, সিগন্যাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে সার্ভিস ফের চালু করা হয়েছে। কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছে। এখন আবার ঠিক হয়েছে।

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মেট্রোরেল।

এমএইচ