tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০০ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনা


aaht-cikisaa

ফ্যাসিবাদ ও স্বৈরাচার শেখ হাসিনাকে হটাতে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল বোর্ড গঠন করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মেডিকেল বোর্ডের সুপারিশের আলোকে প্রযোজ্যক্ষেত্রে চিকিৎসাধীনদের দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।

aaht-cikisaa

পরিপত্রে আরও বলা হয়েছে, হাসপাতালসমূহে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ ও যথাযথ সমন্বয়ের লক্ষ্যে প্রযোজ্য হাসপাতালগুলোতে একটি ‘সার্বক্ষণিক সমন্বয় সেল’স্থাপন করতে হবে। সমন্বয় সেলে সংশ্লিষ্ট হাসপাতালের একজন ডাক্তার, একজন সমাজসেবা কর্মকর্তা ও দুজন ছাত্র প্রতিনিধি থাকবেন।

এ সমন্বয় সেল হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল বোর্ড ও স্বাস্থ্যসেবা বিভাগের সাথে প্রয়োজনীয় সমন্বয় করবে। আহতদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে তা স্বাস্থ্য সেবা বিভাগ ও প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করবে।

প্রধান উপদেষ্টার এ নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে প্রতিপত্রে।

এসএম