ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনা
Share on:
ফ্যাসিবাদ ও স্বৈরাচার শেখ হাসিনাকে হটাতে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল বোর্ড গঠন করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মেডিকেল বোর্ডের সুপারিশের আলোকে প্রযোজ্যক্ষেত্রে চিকিৎসাধীনদের দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, হাসপাতালসমূহে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ ও যথাযথ সমন্বয়ের লক্ষ্যে প্রযোজ্য হাসপাতালগুলোতে একটি ‘সার্বক্ষণিক সমন্বয় সেল’স্থাপন করতে হবে। সমন্বয় সেলে সংশ্লিষ্ট হাসপাতালের একজন ডাক্তার, একজন সমাজসেবা কর্মকর্তা ও দুজন ছাত্র প্রতিনিধি থাকবেন।
এ সমন্বয় সেল হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল বোর্ড ও স্বাস্থ্যসেবা বিভাগের সাথে প্রয়োজনীয় সমন্বয় করবে। আহতদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে তা স্বাস্থ্য সেবা বিভাগ ও প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করবে।
প্রধান উপদেষ্টার এ নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে প্রতিপত্রে।
এসএম