দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক, আইনের আওতায় আনা হবে: আইজিপি
Share on:
কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা করা দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বুধবার পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ঠেকাতে গিয়ে নিহত তিন পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
আইজিপি বলেন, দেশের জনগণের নিরাপত্তা দেওয়া কী আমাদের অপরাধ? তবুও পুলিশের অকুতোভয় সদস্যদের মনোবল অটুট রয়েছে। তারা দেশ ও জনগণের নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর। নিহত পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আইজিপি বলেন, আপনারা প্রিয়জনকে হারিয়েছেন; এ ক্ষতি পূরণ হওয়ার নয়। পুলিশের সব সদস্য আপনাদের পাশে রয়েছেন। যেকোনো প্রয়োজনে আমাদের আপনাদের পাশে পাবেন। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে সবাই গর্বের সঙ্গে বসবাস করবেন।
শহিদ তিন পুলিশ সদস্য হলেন- নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মাসুদ পারভেজ ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের এএসআই (নিরস্ত্র) মো. মোক্তাদির এবং ডিএমপির প্রটেকশন বিভাগের নায়েক গিয়াস উদ্দিন। পুলিশপ্রধান নিহত পুলিশ সদস্যদের স্ত্রীদের হাতে শোকবার্তা ও অনুদানের অর্থ তুলে দেন। অনুষ্ঠানে নিহত আনসার সদস্যের পরিবারকেও আর্থিক অনুদান দেন আইজিপি।
এনএইচ