tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২২, ২১:৪৯ পিএম

ছুরিকাঘাতে আহত ঢাবি শিক্ষার্থী


ঢাবি

ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত ঢাবির আই ই আর বিভাগের ছাত্র।


রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মাহবুবুর রহমান (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত মাহবুবুর ঢাবির আই ই আর বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

এ ঘটনায় রুবেল (২০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

বুধবার (২ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাহবুবুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত শিক্ষার্থীর বন্ধু সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে একটি গাড়িতে আহত মাহবুবুর সাভারের উদ্দেশে রওনা দেন। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আড়ংয়ের সামনে গেলে দুজন ছিনতাইকারী গাড়ি থেকে তার মোবাইল টান দেয়। তিনি পেছন থেকে ধাওয়া করে একজনকে ধরে ফেলেন।

এসময় ছিনতাইকারী কোমর থেকে ধারালো ছুরি বের করে মাহবুবুরের মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি।

পরে তার সহপাঠীরা গাড়ি থেকে নেমে এসে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায়। ছিনতাইকারী রুবেলকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

ধানমন্ডি থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান জানান, আহত অবস্থায় ছিনতাইকারী রুবেলকে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে এসেছি। সে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

এমআই