tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২১ এপ্রিল ২০২৪, ০০:৩০ এএম

‘ভোটে না গেলে জাপা ও আমি হারিয়ে যেতাম’


4e2cc8e0_b46c_42eb_990a_58bd1952b463

নানা নাটকীয়তার পর গত ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি। বিএনপিসহ বেশ কিছু দলের বর্জন করা এই নির্বাচনে ভরাডুবি ঘটে অগোছালো দলটির। মাত্র ১১টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সাবেক সেনাশাসক এরশাদের প্রতিষ্ঠিত দলটিকে। প্রতিষ্ঠার পর এটাই দলটির সবচেয়ে খারাপ ফলাফল।


নির্বাচনের পর জাতীয় পার্টি আরেক দফা ভাঙনের মুখে পড়ে। এবারের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল এমন বক্তব্য দিয়েছেন খোদ দলেরই অনেক নেতা। এই অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচনে যাওয়ার কারণ জানিয়েছেন। বলেছেন, এবারের নির্বাচনে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। ভোট বর্জন করলে জাতীয় পার্টি এবং তিনি হারিয়ে যেতেন বলে জানান সাবেক এই মন্ত্রী।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে এবারের অতিথি হিসেবে যোগ দিয়ে গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান জানান, অনিচ্ছা সত্ত্বেও দলের স্বার্থে এবারের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। টকশোতে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগেরও কড়া সমালোচনা করেন। বলেন, আওয়ামী লীগ তাদের ‘রাজনৈতিক চরিত্র হারিয়েছে'।

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদের সবসময় উপস্থাপন করলেও তারাই স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে মন্তব্য করেন এই নেতা৷ জি এম কাদের বলেন, ‘তারা (আওয়ামী লীগ) বলে তারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, এটা একটা ডাহা উল্টো কথা৷ আমি মনে করি তারা সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি৷’

আওয়ামী লীগের শাসনব্যবস্থার কারণে বাংলাদেশ প্রজাতন্ত্রের বদলে ‘স্বৈরতন্ত্রে’ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি৷ বলেন, ‘তারা এখন একটা কাল্ট হয়ে গেছে৷ তার এখন আর রাজনৈতিক দল নেই৷ কাল্ট মানে একটা নেতাভিত্তিক এবং কিছু রিচ্যুয়ালসভিত্তিক একটা সংগঠন, যাদের নেতার প্রতি কঠোর আনুগত্য থাকতে হয়৷...এটা তাদের মধ্যে দেখা যাচ্ছে৷’

ভারতের সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক এবং বাংলাদেশের রাজনীতিতে দিল্লির আশীর্বাদ জরুরি কি না সঞ্চালক খালেদ মুহিউদ্দীনের এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘বাংলাদেশে ভারতের ইন্টারেস্ট রয়েছে৷ সেটা নিরাপত্তা বিবেচনায়৷ আমাদের সাথেও তাদের ভালো সম্পর্ক রয়েছে৷ তবে তাদের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না এটা সঠিক নয়৷’

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে না গেলে জাতীয় পার্টি ও আমি হারিয়ে যেতাম৷’ যেকোনোভাবেই নির্বাচন হয়ে যেত এমন ধারণা তিনি করেছেন বলে জানান৷

বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মনে করেন জি এম কাদের৷ তিনি বলেন, বিএনপি যা করেছিল আওয়ামী লীগও একই ঘটনার পুনরাবৃত্তি করছে৷

জাতীয় পার্টি কি এক নেতার এক দল হয়েই থাকবে এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘সব দলই এক নেতার দল৷ আমরা বরং মহাসচিব পরিবর্তন করেছি৷’

এনএইচ