tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৩, ২১:৫৭ পিএম

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী


মুক্তিযুদ্ধ

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২৮ জানুয়ারির পর সরকার অবৈধ হয়ে যাবে। কাজেই সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্বাচন হতেই হবে। তবে বিএনপি যদি নির্বাচন কমিশনে সময় চায়, নির্বাচন কমিশন অবশ্যই তা বিবেচনা করবে।


শুক্রবার(২৪নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুর কল্লাহ শহীদ (রহ.)-এর মাজার শরিফ জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বিএনপির যদি শুভবুদ্ধির উদয় হয়, ধ্বংসাত্মক কাজ রেখে সাংবিধানিক পথে নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আমাদের পক্ষ থেকে তাঁদের প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকবে, অভিনন্দন থাকবে।

তিনি বলেন, ‘বিশিষ্ট নাগরিকেরা তো নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাঁরা শুধু উপদেশই দিচ্ছেন। বিএনপি যদি রিশিডিউলের জন্য নির্বাচন কমিশনে কিছু সময় সময় চায়, তারা (নির্বাচন কমিশন) তা বিবেচনা করবে। সেখানে সরকারের কোনো ভূমিকা নেই।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘নির্বাচন সম্পূর্ণ রূপে নির্বাচন কমিশনের অধীনে হয়। সরকার সেখানে প্রশাসক অলআউট সাপোর্ট দেয়।

আপনারা নিশ্চয়ই জানেন, এসপি বলেন ডিসি বলেন সব কর্মকর্তা প্রধানমন্ত্রীর অধীনে না, সরকারের অধীনেও না। তাঁরা নির্বাচন কমিশনের অধীনে।

কাজেই তাঁদের যাঁর যে বক্তব্য নির্বাচন কমিশনের কাছে বলতে হবে। সরকারের ব্যক্তিগত কোনো আপত্তি নেই। কেউ যদি আসতে চায়,

আমরা সব সময় অভিনন্দন জানিয়েছি। এখনো জানাব। তবে নির্বাচনের বিষয়ে তো সিদ্ধান্ত দেওয়ার মালিক নির্বাচন কমিশন।’

এর আগে আখাউড়ার খড়মপুর মাজারে মন্ত্রীকে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বাহার মালদার,

খড়মপুর মাজার শরিফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম প্রমুখ।

এসএম