tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৬ পিএম

এক ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো মেট্রোরেল


tar-bg-20240217161206

সোয়া এক ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ থাকার পর ফের চলাচল স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল।


শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একাধিক সূত্র।

সূত্র জানায়, বিকেল ৩টা ৫৫ মিনিট থেকে মেট্রোরেল ছেড়ে যাচ্ছে।

স্বয়ংক্রিয় দরজায় (অটোমেটিক ডোর) সমস্যা দেখা দেওয়ায় দুপুর ২টা ৩৮ মিনিট থেকে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেট্রোর অটোমেটিক ডোর সিগন্যাল পাচ্ছিল না। এ দরজার সিগন্যাল দেওয়া হয় টিও কক্ষ (ট্রেন অপারেটর) থেকে। এ ছাড়া অটোমেটিক ডোরে আরেকটা সমস্যা হয়। অটোমেটিক ডোরে যাত্রীরা বাধা তৈরি করেন এবং জোরপূর্বক দরজা টেনে খুলে রাখেন। ট্রেন অপারেটর (অটোমেটিক্যালি) চেষ্টা করে দরজা বন্ধ করার। কিন্তু সেটি বন্ধ করতে পারেনি। এ কারণে সিগন্যাল লস করে। সিগন্যাল না পাওয়ায় দরজা খুলেনি।

এদিকে, যাত্রীদের চাহিদা বিবেচনায় আজ থেকে পিক আওয়ারে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে।

এসএম