সরকার ইতিহাসের নিকৃষ্টতম তামাশার আশ্রয় নিয়েছে : আতাউর
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বলেছেন, গণবিচ্ছিন্ন সরকার জনগণের ম্যান্ডেট ছাড়াই রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার জন্যই কথিত নির্বাচনের নামে ইতিহাসের নিকৃষ্টতম তামাশার আশ্রয় নিয়েছে। কিন্তু সচেতন জনতা তাদের সে ভাঁওতাবাজীর নির্বাচন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। তিনি সরকারকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে অবিলম্বে ফরমায়েসী তফসিল বাতিল, অবিলম্বে পদত্যাগ এবং কেয়াটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) তিনি রাজধানীতে জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদ, আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ বিরোধী দলের নেতা-কর্মী এবং আলেম-উলামার মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে ১১তম দফার অবরোধের ১ম দিনে ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল-তেজগাঁও অঞ্চল আয়োজিত রাজধানীর ফার্মগেইট-পান্থপথে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, জামায়াত নেতা ফরিদ আহমেদ, মিয়া মুহাম্মদ তৌফিক, শামিম হোসাইন ও ছাত্রনেতা খায়রুল ইসলাম প্রমুখ।
আতাউর রহমান সরকার বলেন, সরকার জামায়াতকে নৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দলের নিবন্ধন নিয়ে টানাহেঁচরা শুরু করেছে। তারা বিরোধী শক্তিকে চিরতরে ধ্বংস করার জন্য নিম্নআদালতের অস্বচ্ছ ও অগ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ার মাধ্যমে জামায়াত সহ বিরোধী দলীয় নেতাদের সাজা দিয়ে রাজনৈতিক ময়দানকে প্রতিপক্ষমুক্ত গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। নিত্যপণ্যের মূল্য এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তারা দেশ ও জাতিকে নেতৃত্বশূণ্য করার জন্যই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতাদের অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে। কিন্তু এসব করে সরকারের শেষ রক্ষা হবে না। তিনি অবিলম্বে দলের নিবন্ধন পুনঃর্বহাল, নিম্ন আদালতের ফরমায়েসী সাজা বন্ধ এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ সকল রাজবন্দীর মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
মিরপুর : একাদশ দফার অবরোধের প্রথম দিনে ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার অন্যতম সদস্য এডভোকেট আব্দুল হামিদের নেতৃত্বে মিরপুর ৬০ ফিট আমতলা বাজার এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর মজলিসে শুরার সদস্য এডভোকেট আবদুর রাকিব, আব্দুল মজিদ সহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতাকর্মীরা।
আব্দুল্লাহপুর বেড়ীবাঁধ : জামায়াত আহুত অবরোধ কর্মসূচির সমর্থনে বাংলাদেশ উত্তরা পূর্ব অঞ্চলের উদ্যোগে আব্দুল্লাহপুর বেড়ীবাঁধ সড়কে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য মাওলানা এম এ আলম এর নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আবু মুসয়াব, আব্দুল্লাহ সাদিক, আবু সাকলাইন ও আবু বকর সিদ্দিক প্রমুখ।
মগবাজার : হাতিরঝিল থানার উদ্যোগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে মগবাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল থানার নেতা-কর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য কে এইচ আমিনের নেতৃত্বে অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, আকতার হোসেন ও ছাত্রনেতা এফ জে রহমান প্রমুখ।
কাফরুল : জামায়াতসহ বিরোধীদলের ১১তম দফার টানা ৩৬ ঘন্টার অবরোধে আজ ১২ ডিসেম্বর সকালে মিরপুর ১৩ নং এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা মহানগরী উত্তরের কাফরুল অঞ্চলের জামায়াত কর্মীরা। মিছিলটি সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ডা. হাবিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের মজলিসে শুরা সদস্য আবু তৈয়ব, জামায়াত নেতা মুসআব মুহাইমিন ও ছাত্রনেতা গোলাম রাব্বানী, শ্রমিক নেতাসহ নূরুল আমীন প্রমুখ।
রামপুরা : টানা ৩৬ ঘন্টার অবরোধের অংশ হিসাবে আজ রাজধানীর রামপুরা এলাকায় এক শান্তিপূর্ণ বিক্ষোভ ও পিকেটিং কর্মসূচি পালিত হয়। ঢাকা মহানগরী মজলিসে শূরার সদস্য ও রামপুরা থানা আমীর আবু আকাশ ও নায়েবে আমীর আবু তামীমের তত্বাবধানে, থানা সেক্রটারি আবু সাইফুল্লাহর দিক নির্দেশনায় এতে আরও উপস্থিত ছিলেন থানার শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং শ্রমিক সভাপতি সিরাজুলসহ থানা শিবির সভাপতি নাঈমুদ্দীন প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি